অব্যাহত দখল ও দূষণে অস্তিত্ব সংকটে রয়েছে পটুয়াখালীর লোহালিয়া ও লাউকাঠী নদী। শহরের নিত্যদিনের উৎপাদিত বর্জ্যের বড় একটি অংশ নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি যেমন দূষিত হচ্ছে তেমনি বর্জ্যে ভরাট হচ্ছে নদীর পাড়।
পটুয়াখালী শহরের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম লাউকাঠী। আর শহরের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে লোহালিয়া নদী। লোহালিয়া নদীর পাড়ের উত্তর অংশে গড়ে উঠেছে পুরান বাজার আর লাউকাঠী নদীর পাড়ে নিউমার্কেট বাজার। এসব বাজারে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় তার পুরোটাই নদী পাড়ে এবং নদীতে ফেলা হয়। এতে নোংরা হচ্ছে নদীর পানি।
পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, বাজারের বিভিন্ন মুরগির দোকানের বর্জ্য সরাসরি বালতিতে কিংবা ড্রামে করে নদীর পাড়ে ফেলা হচ্ছে। বাজারে বর্জ্য সংগ্রহ কিংবা তা যথাস্থানে ফেলার জন্য কোনো ব্যবস্থাপনা চোখে পড়েনি। ফলে শুধু নিউমার্কেট কেন্দ্রিক উৎপাদিত ময়লা-আবর্জনার কারণে লাউকাঠী নদীর পানি দূষিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু জানান, পটুয়াখালী পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন নেই। তবে ডাম্পিং জোন করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। কাজ শেষ হলে সেখানেই শহরের ময়লা-আবর্জনা মজুত করে রিসাইকেল করা হবে। তবে নিউমার্কেট বাজারের ময়লা-আবর্জনা যাতে নদীতে ফেলা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নদী বন্দর / জিকে