বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষকরা ধর্মঘট পালন করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার (১০ জানুয়ারি) সকাল থেকে শিক্ষকরা ধর্মঘট পালন করছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দ্রুত এই অস্থিরতা নিরসনের আশ্বাস দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষকরা বৈঠক শুরু করলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাইরে থেকে কলাপসিবল গেট লাগিয়ে দেয়। তারা শিক্ষকদের সভাকক্ষের বিদ্যুতের লাইন ও পানির লাইন বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষকরা।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এর আগে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। আর এখন তারা সশরীরে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছে। তবু আমরা শিক্ষার্থীদের দাবিকে সম্মান জানাই। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। আশা করি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি চলছে সেটা অবিলম্বে নিরসন হবে।
তিনি বলেন, আমার সঙ্গে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। আশা করি, শিক্ষক-শিক্ষার্থীরা যৌক্তিক বিষয়ে দাবি জানাবে। দ্রুত সময়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
নদী বন্দর / এমকে