মেহেরপুরের হরিরামপুর গ্রামে তোফাজ্জেল হোসেন (৪৮) নামের এক ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে তাকে হত্যা করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের উত্তরপাড়ার মাঠে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত বক্স বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী মনিতাজ খাতুন জানান, তার স্বামী একজন ছাগল ব্যবসায়ী। দুপুরে ব্যবসা শেষ করে তার নিজের ৪টি মহিষ নিয়ে মাঠে চরাতে বেড়ান। রোববার দুপুরে মহিষ চরিয়ে তিনি বাড়ি ফেরেন। পরে কুলবাড়িয়া গ্রামে তার মামার বাড়ি বেড়াতে যান।
সেখান থেকে ফিরে এসে রাত ৯টার দিকে ওই গ্রামের শরিফ উদ্দীনের সঙ্গে দেখা করতে যান। এ সময় তার কাছে ৫০ হাজার টাকাও ছিলো। শরিফ উদ্দীনের মেয়ের বিয়ের ঘটকালি করেছিলেন তিনি। মেয়ে অন্য আরেকজনের সঙ্গে পালিয়ে যাওয়ায় শরিফের বাড়িতে যান তিনি। তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ভোরে শরিফের বাড়ি গেলেও তার সন্ধান মেলেনি। আজ সকাল ১০টার দিকে গ্রামের উত্তরপাড়ার মাঠে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। পরে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। তার মুখ ও শরীর ক্ষতবিক্ষত ছিলো। ধারণা করা হচ্ছে ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খাঁন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে বের করা হবে।