যুক্তরাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরেছেন আরও ৩৪ যাত্রী। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ২৮ জন। বাকি ৬ জন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় সব যাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়।
লন্ডন থেকে আসা স্বজনদের একনজর দেখতে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন নানা বয়সী মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিমানের ফ্লাইট বিজি টু-জিরো-টু অবতরণের পর দূর থেকে একনজর দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের।
সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় যাত্রীদের বাসে তোলা হয়। সব যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিআরটিসির বাসে ওঠেন। আগামী দুই সপ্তাহ নিজ খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে তাদের।
এদিন বেলা ১১টার দিকে ৬ জন যাত্রী নিয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন বিমানের ফ্লাইটটি।
নদী বন্দর / এমকে