1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
লন্ডন থেকে দেশে ফিরেছেন আরো ৩৪ যাত্রী - Nadibandar.com
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ১৮২ বার পঠিত

যুক্তরাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরেছেন আরও ৩৪ যাত্রী। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ২৮ জন। বাকি ৬ জন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় সব যাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়।

লন্ডন থেকে আসা স্বজনদের একনজর দেখতে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন নানা বয়সী মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিমানের ফ্লাইট বিজি টু-জিরো-টু অবতরণের পর দূর থেকে একনজর দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের।

সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় যাত্রীদের বাসে তোলা হয়। সব যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিআরটিসির বাসে ওঠেন। আগামী দুই সপ্তাহ নিজ খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে তাদের।

এদিন বেলা ১১টার দিকে ৬ জন যাত্রী নিয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন বিমানের ফ্লাইটটি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com