ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদফতর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে (ইন্টারনাল ওভারসাইট) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদফতর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) সৈয়দ রফিকুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে) ইন্টারনাল ওভারসাইট হিসেবে পদায়ন করা হয়েছে।
নদী বন্দর / পিকে