বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ।
সোমবার (৩১ জানুয়ারি) ভোরে জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে। পরে মোংলা বাজারে আনা হলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
মোংলা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক মো. হালিম বলেন, ১০ মণ ওজনের এ মাছটি মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম কিনে নেন। ছয় হাজার ৪০০ টাকা মণ দরে ৬৪ হাজার টাকায় মাছটি কিনেছেন তারা। পরে এ মাছ ভাগ করে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাছটি শাপলা পাতা নামে পরিচিত। সাধারণত মাটি ছুঁই ছুঁই করে চলাচল করে এ মাছ। মাছটি সামুদ্রিক মাছ, উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়।
নদী বন্দর / সিএফ