চট্টগ্রাম সমুদ্রবন্দরে কনটেইনার বহনকারী একটি ভারী গাড়ির চাকার নিচে পড়ে সিফাত রাব্বি (২৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বন্দরের ১ নম্বর ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
সিফাতের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আব্দুল আউয়ালের ছেলে। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামের হালিশহর এলাকায় থাকতেন। বন্দরের নিম্ন বহিঃসহকারী হিসেবে কর্মরত ছিলেন সিফাত।
বন্দর সূত্র জানায়, সিফাতের বাবাও বন্দরের কর্মচারী ছিলেন। বছরখানেক আগে তিনি মারা যান। এরপর সিফাত বন্দরে চাকরি নেন। কয়েকমাস আগে তার বিয়ে হয়। বুধবার রাতে বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় ওই বিশেষায়িত গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সিফাত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক ছাত্র। তিনি বন্দরে কাজ করার পাশাপাশি ফুড ব্লগিংও করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।
নদী বন্দর / পিকে