নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে গলায় চাদর পেঁচানো অবস্থায় বস্তাবন্দি দুটি মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে ওই দুজনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছেন দুর্বৃত্তরা। বিষয়টির তদন্ত করা হচ্ছে।