স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন ৩৭৮ মেডিকেল অফিসারকে ৪টি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের per3@hsd.gov.bd- ইমেইলে তাদের যোগদানপত্র পাঠাতেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাকালীন মহামারিতে গত ৩ মাসে মোট এক হাজার ৩২৮ মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
নদী বন্দর / জিকে