ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ আরও দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার চারদিন পর মঙ্গলবার (০৮ জানুয়ারি) বঙ্গোপসাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হলো। এর আগে শনিবার ও সোমবার আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ৮ জেলে।
পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৮ জেলে ও ৭টি ট্রলার।
শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলারডুবি ও ১৪ জেলে নিখোঁজের ঘটনা ঘটে।
নদী বন্দর / পিকে