1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শেরপুরে গরু ব্যবসায়ীদের ওপর বিজিবির গুলি - Nadibandar.com
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৪০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে গরুর বাজার থেকে অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর পথ আগলে আকস্মিক গুলি করার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। এ ঘটনায় দুই গরু ব্যবসায়ী ও এক বিজিবি সদস্য আহত হয়েছেন। তবে বিজিবির দাবি, অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত গরু ব্যবসায়ীরা জানান, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মোশাররফ হোসেন (৪০) ও ফুলপুর গ্রামের গরু ব্যবসায়ী দুলাল মিয়া (৪৫) উপজেলায় গরু বিক্রি করতে আসেন। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় গরুটি ফেরত নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিনামারা নদীর পাড় এলাকায় পৌঁছালে বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী ও ল্যান্স নায়েক মামুন মিয়া সাদা পোশাকে গরু ভর্তি ভটভটি আটকাতে রাস্তায় আড়াআড়িভাবে মোটরসাইকেল রেখে পথ আটকে দেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহম্মেদ বাদল জানান, গরু ব্যবসায়ীরা ভটভটি না থামালে সুবেদার হায়দার আলী গুলি ছুঁড়বেন বলেও হুমকি দেন এবং এস.এম.জি তাক করেন। এসময় অসাবধানতাবশত এস.এম.জি থেকে পরপর দু’টি গুলি বের হয়ে যায়। অসাবধানতাবশত গুলি বেড় হলেও কারও শরীরে লাগেনি। তবে সম্ভবত রাস্তার পাথরে গুলি লেগে পাথরে কণা ছিটকে এসে ল্যান্স নায়েক মামুন মিয়া ও গরু ব্যবসায়ী দুলাল এবং মোশাররফ আহত হন। আহত মামুন মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পুরো তদন্ত শেষে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলির শব্দে আশপাশের মানুষ ছুটে এসে সুবেদার হায়দার আলীকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গণমাধ্যমকর্মী ও নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল এবং রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

অন্যদিকে, খবর পেয়ে বিজিবি ময়মনসিংহের সহকারী পরিচালক নাসির উদ্দিনও ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী দুই দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নদী বন্দর/আরএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com