ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে উত্তাল রয়েছে পদ্মা। এরকম আবহাওয়ায় স্পিডবোটে পদ্মাপাড়ি দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। তাই মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের অধিকাংশ যাত্রীরা ফেরিতে করে পদ্মা পার হওয়ায় চাপ বেড়েছে।
বুধবার (১১ মে) বাংলাবাজার ঘাট ঘুরে এমন চিত্র দেখা গেলো।
ঘাটে আসা পটুয়াখালী থেকে ঢাকামুখী এক যাত্রী বলেন, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। স্পিডবোটে যাওয়া অনেক ঝুঁকি। তাই লঞ্চ আর ফেরিতে যাত্রীর চাপ বেশি।
শিবচরের ঢাকাগামী যাত্রী মো. খায়রুজ্জামান খান বলেন, ফেরিতে প্রচণ্ড ভিড়। যাত্রীর চাপ বেশি। অশনির প্রভাবেই যাত্রীরা আজ ফেরিতে ভিড় করছে বেশি। লঞ্চ আর স্পিডবোটের যাত্রীরাই ফেরিতে আগে উঠে পড়ছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, চাপ অনেকটাই কমে গেছে। অশনির প্রভাবে যাত্রীরা ফেরিতে বেশি ঝুঁকছে। তবে ফেরিঘাটে আগের মতো যানবাহন নেই। গত দুদিনে ঘাটে আটকেপড়া অন্য যানবাহন পার করতে সক্ষম হয়েছি। এখন ঘাট অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে।
নদী বন্দর/এসএম