1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
একদিনে আজভস্টালে ৩৮ বার বিমান হামলা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৬২ বার পঠিত

মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানায় আটকে থাকা সেনারা বুধবার জানিয়েছেন, আজভস্টালে গত ২৪ ঘণ্টায় ৩৮ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। 

আজভ ব্যাটালিয়ন টেলিগ্রামে জানিয়েছে, এই ৩৮টি হামলার মধ্যে চারটি করা হয়েছে অত্যাধুনিক বোম্বার বিমান ব্যবহার করে।

হামলার বিষয়ে আজভ ব্যাটালিয়ন আরও জানিয়েছে, শত্রুরা ইউক্রেনের দুর্গ দখল করার চেষ্টা থেকে বিরত হয়নি। পদাতিক বাহিনীর সহায়তা নিয়ে তারা প্রতিদিন এখানে হামলা করা অব্যহত রেখেছে। 

এদিকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোল দখল করেছে রুশ বাহিনী। কিন্তু তারা মারিউপোলের উপকূলের কাছে অবস্থিত দৈত্যাকার আজভস্টাল স্টিল কারখানা এখনো নিজেদের আয়ত্তে নিতে পারেনি তারা। 

আর এই আজভস্টালে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য সেনা ও বেসামরিক লোক। 

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, আজভস্টালে আটকে পড়া সব নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে।

তবে আজভস্টালের ভেতরে কতজন সেনা আশ্রয় নিয়েছেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছিল, আজভস্টালে এখনো ১ হাজারের বেশি সেনা ও ১০০ এর বেশি বেসামরিক লোক আটকে আছেন। 

সূত্র: আল জাজিরা 

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com