মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ঢেউয়ের কবলে ধানবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। ট্রলারটি সিলেট থেকে ফরিদপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে উপজেলার মাওয়া সংলগ্ন নদীর পদ্মা সেতুর অদূরে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- ট্রলারে থাকা ধান কাটার শ্রমিক হেলাল (৩৫) ও দাদন (৪০)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৫ জন ধান কাটার শ্রমিক ছিলেন। তারা সিলেট থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। সকালে মাওয়া এলাকায় পৌঁছালে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ থাকেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছায় আমাদের টিম। তবে নদীতে তীব্র স্রোতের কারণে অভিযান শুরু করা যাচ্ছে না। সাঁতরে তীর ওঠা ১৩ জন শিমুলিয়াঘাটে নিরাপদে আছেন। নিখোঁজদের অবস্থান এখনো শনাক্ত করা হয়নি।
নদী বন্দর/এসএফ