রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি দিন দিন বাড়ছে। আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। এ নিয়ে গত তিন দিনে ৮১ সেন্টিমিটার পানি বাড়ল।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, এভাবে পানি বাড়তে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করবে।
এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়ায় সচল থাকা পাঁচটি ফেরিঘাট লো-ওয়াটার লেভেলে ছিল। পদ্মায় পানি বৃদ্ধির কারণে ওই ঘাটগুলো লো-ওয়াটার থেকে হাই-ওয়াটার লেভেলে স্থাপন করেছে বিআইডাব্লিউটিএ।
নদী বন্দর/এসএফ