অপার সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে এশিয়ার সবচেয়ে পেছনের দেশ বাংলাদেশ।
ডব্লিউইএফ-এর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কমপিটিভনেস ২০১৯-এর গবেষণা বলছে মাথাপিছু আয়ে চারে থাকা পর্যটন খাতে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে।
জিডিপিতে চমক দেখানো দেশটির পর্যটনে আয় মাত্র দুই শতাংশ। অথচ অনেক দুর্বল অবকাঠামো নিয়ে নেপাল ভুটানের মতো দেশ এগিয়েছে অনেক দূর।
পরিবহন, যোগাযোগ, নিরাপত্তা, অন্যান্য সুযোগ-সুবিধাসহ নব্বইটি মানদণ্ড বিচারে পর্যটন খাতে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অস্থান ১০৪ থেকে নেমে এখন ১১৪। দুর্বল অবকাঠামো, পরিকল্পনার অভাবেই তুলে ধরা যাচ্ছে না দেশের পর্যটন স্পটগুলোকে।
নদী বন্দর / এমকে