1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেলো প্রাণ - Nadibandar.com
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

কারখানায় উৎপাদনশীলতা বাড়ানো এবং গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে প্রাণ গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও সিলভান টেকনোলোজিস লিমিটেড।

রোববার (২৯ মে) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এসময় হবিগঞ্জ এগ্রো’র পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং সিলভান টেকনোলোজিসের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন।

jagonews24

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্য শিল্প খাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড। অন্যদিকে মাঝারি শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে প্রথম পুরস্কার পেয়েছে সিলভান টেকনোলোজিস লিমিটেড।

দেশে বিস্কুট, ওয়েফারসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করে আসছে হবিগঞ্জ এগ্রো। অন্যদিকে সিলভান টেকনোলোজিস উন্নত প্রযুক্তিতে ট্রান্সফর্মারসহ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের বিভিন্ন সরঞ্জাম ও প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং নির্মাণ করে আসছে।

এ বিষয়ে ইলিয়াছ মৃধা বলেন, আমরা প্রতিনিয়ত কারখানার উৎপাদনশীলতা বাড়ানো ও গুণগত মানের পণ্য উৎপাদনে কাজ করে যাচ্ছি। এ ধরনের পুরস্কার আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরাও এসময় উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com