নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চতলাঘাট, মৌলভীরচর ও সাদ্দাম বাজার ঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ১ লাখ ৮০ হাজার মিটার চরঘেরা জাল, ১০টি বেহুন্দি ও ৮টি মশারি জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় জেলেদের একটি ঘর থেকে ১ লাখ ২৫ হাজার পিস চিংড়ি মাছের পোনা উদ্ধার করা হয়।
বুধবার সকালে নলচিরা ঘাটে এনে মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অবৈধ জালগুলো আগুনে পুঁড়িয়ে ধ্বংস এবং চিংড়ি পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ও বুধবার ভোরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। মশারি জাল দিয়ে মেঘনায় চিংড়ি পোন শিকার করার অবস্থায় জালগুলো জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নদীর তীরে জেলেদের অস্থায়ী জুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ২৫ হাজার পিস চিংড়ি মাছের পোনা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে আমাদের এ অভিযান চলমান রয়েছে। নদীতে পৃথকভাবে কাজ করছে আমাদের দু’টি দল।
নদী বন্দর/এসএফ