ভারত থেকে রেলপথে ২ হাজার ৪৫৭ মেট্রিকটন গম দিনাজপুরের হিলি স্টেশনে পৌঁছেছে। রোববার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় ৪২টি গমের ওয়াগন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।
মেসার্স আব্দুল হাকিম মণ্ডল নামে একটি প্রতিষ্ঠান এসব গম আমদানি করেছে।
রোববার দুপুরে হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে দিনাজপুর বিরল স্থলবন্দর দিয়ে ৪২টি ওয়াগন বোঝায় গম নিয়ে ট্রেন হিলি বন্দরে এসে পৌঁছায়। এতে রেলওয়ে কর্তৃপক্ষের রাজস্ব আদায় হয়েছে ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা।
নদী বন্দর/এবি