ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শিশু ও নারীসহ ৩৪ জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (৬ জুন) রাতে সীমান্ত পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে বড়বাড়ি গ্রামের বাহার ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৭ জুন) এক ই-মেইল বার্তায় মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতে যাওয়ার পথে তাদের আটক করে বিজিবি। আটকরা সবাই বাগেরহাট, নড়াইল, যশোর, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, পিরোজপুর, চাঁদপুর ও মাদারীপুরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
নদী বন্দর/এসএফ