চাঁদপুর শহরে ককশিট প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টায় কয়লাঘাট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, শহরের বড়স্টেশন পাইকারি মাছের আড়তের পাশেই কয়লাঘাট।
ডাকাতিয়া নদীপাড়ে আলী হোসেন গাজীর প্যাকেজিং কারখানা। এখানে মূলত ককশিট দিয়ে তৈরি করা প্যাকেটে মাছ পরিবহনের জন্য বাক্স বানানো হয়। বুধবার সকাল ৯টার দিকে হঠাৎ করে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ছুটে যান আশপাশের মানুষজন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। মাত্র দশ মিনিটের চেষ্টা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানার মালিক আলী হোসেন গাজী জানান, আগুনে তার দুই লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, সময় মতো সংবাদ পাওয়া খুব সহজেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। না হয়, আশপাশের অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পেত না। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নদী বন্দর/এসএফ