বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল পার্কিংয়ে ব্লিচিং-বাহী ট্রাকে আগুন লেগে পাঁচটি পণ্যবাহী ট্রাক ভস্মীভূত হয়েছে। দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া পাঁচটি ট্রাকের মধ্যে ছিল একটি ব্লিচিংবাহী ট্রাক, দুটি কাগজের রোলবাহী ট্রাক ও একটি তুলার ট্রাক।
ব্যবসায়ী নেতারা বলছেন, ভারতীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছে বন্দরের পার্কিং এলাকা। সেখানে আরো কয়েক শ পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ ছিল।
গত দুই বছরে ব্লিচিং পাউডার থেকে বেনাপোলে তিনটি ও পেট্রাপোলে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘রাত ২টা ৪৫ মিনিটের দিকে পেট্রাপোল সেন্ট্রাল পার্কিংয়ে থাকা ব্লিচিং পাউডারের একটি ট্রাকে বৃষ্টির পানি পড়ায় আগুন ধরে যায়। ট্রাকে ড্রাইভার না থাকায় ট্রাকটি আগুনে পুড়ে যায়। এ সময় পাশে থাকা আরো চারটি কাগজ ও তুলাবোঝাই ট্রাক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর এখন স্বাভাবিক আছে। ‘
তিনি আরো বলেন, ‘ব্লিচিং পাউডারের ট্রাকে বারবার আগুন ধরে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আশঙ্কা করা হচ্ছিল, অনেক পণ্যবাহী ট্রাক পুড়ে যাবে। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বন্দর। ‘
আগামীতে ব্লিচিং পাউডার খোলা ট্রাকে পরিবহন না করে কনটেইনারে আমদানির দাবি জানান তিনি।
নদী বন্দর/এসএফ