হবিগঞ্জে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে প্রায় ২১ হাজার হেক্টর জমির ফসল। এর মধ্যে রয়েছে আউশ ও আমন ধান। এছাড়া সবজিও রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যার পানি প্রবেশ করে ডুবে গেছে ছয় হাজার হেক্টর জামিতে চাষ করা আউশ ধান। আরও তলিয়ে গেছে ১৩ হাজার ৭০০ হেক্টর জমির আমন ধান ও দুই হাজার ৭০ হেক্টর জমির সবজি।
এদিকে নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলা। এছাড়া লাখাই, বানিয়াচং ও সদর উপজেলাও এখন পানির নিচে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নয়ন মনি সূত্রধর জানান, পানিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নবীগঞ্জ ও লাখাই উপজেলা। এসব উপজেলার আউশ, আমন ধান ও সবজির ক্ষতি হয়েছে অনেক। পানি না নামা পর্যন্ত বলা যাবে না ডুবে যাওয়া ধানের মধ্যে কতটুকু টিকতে পারে।
এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যার মুখে পড়েছে সিলেট-সুনামগঞ্জ। বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট নগরের প্রায় সব এলাকা তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক ও রেল যোগাযোগ। মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে এসব অঞ্চলে দেখা দিয়েছে খাবার ও নিরাপদ পানির জন্য হাহাকার।
নদী বন্দর/এসএফ