মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাট নৌরুটে চলন্ত দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মেরিন বিভাগের ডিজিএম মো. শাহজাহানকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহা ব্যবস্থাপক আহামেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর রবিবার (১৯ জুন) দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
ইতিমধ্যে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে তদন্ত কমিটির সদস্যরা।
শনিবার (১৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে ফেরি সুফিয়া কামাল ও বেগম রোকেয়ার জাজিরা প্রান্তের পদ্মা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ফেরিতে থাকা গাড়িগুলো একটি আরেকটির সঙ্গে ধাক্কা খায়। বেগম রোকেয়া ফেরিতে পাশাপাশি দুটি গাড়ি একে অপরকে ধাক্কা দিলে মাঝে দাঁড়িয়ে থাকা মো. খোকন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয় কমপক্ষে ১০ যাত্রী।
নদী বন্দর/এসএফ