1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে টাকা আনা যাবে বিকাশে - Nadibandar.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০৭ বার পঠিত

দেশের যে কোনো প্রান্ত থেকে বিকাশের মাধ্যমে টাকা আনতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এতে কোনো খরচ হবে না।

মঙ্গলবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এনিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ‘অ্যাড মানি’ প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হলো।

যেভাবে বিকাশে টাকা আনবেন

প্রথমেই শাহজালাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং-এ নিবন্ধিত গ্রাহককে অ্যাপ ‘এসজেআইবিএল নেট’ থেকে ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর নিজের বা প্রিয়জনের বিকাশ নম্বর যুক্ত করতে হবে বেনিফিশিয়ারি হিসেবে।

বেনিফিশিয়ারি যোগ করা হলে এসজেআইবিএল নেট অ্যাপের ‘ট্রান্সফার’ অপশনের ‘ওয়ালেট ট্রান্সফার’ অংশ থেকে ‘বিকাশ’ আইকনে ট্যাপ করে বিকাশ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও টাকার পরিমাণ দিতে হবে। এরপর বাকি প্রয়োজনীয় তথ্য পূরণ করে ক্লিক করতে হবে ‘সাবমিট’ বাটনে। মোবাইল বা মেইলে যাওয়া ওটিপি এবং পিন নম্বর দিলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা চলে আসবে।

বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

এদিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

এছাড়া আরও ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী।

আরও ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং বিকাশের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিস জায়েদ আমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com