উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে বিপৎসীমার নিচে দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, টানা এক সপ্তাহ যমুনার নদীর পানি কমার পর বুধবার থেকে আবারও বাড়তে শুরু করেছে।
আরো দুই থেকে তিনদিন পানি বাড়বে। তবে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
নদী বন্দর/এসএফ