দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই মাস পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেঁয়াজ বোঝাই তিনটি ট্রাক হিলি দিয়ে প্রবেশ করে।
খোঁজ নিয়ে জানা যায়, মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বেশ কিছুদিন আমদানি বন্ধের পর আজ সন্ধ্যার দিকে এ বন্দর দিয়ে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে করে পেঁয়াজের বাজারে দাম অনেকটা কমে যাবে।
নদী বন্দর/এসএফ