মানিকগঞ্জের ঘিওরের ধলেশ্বরী নদীতে গরুবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এদের মধ্যে ২০টি জীবিত উদ্ধার হলেও সাতটি মারা গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে নদীর ঘিওর সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, নৌপথে সকালে দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি ২৭টি গরু নিয়ে রাজধানীর গাবতলী হাটে
রওনা দেন। কিন্তু ঘিওর সরকারি কলেজের কাছে এসে স্রোতের মধ্যে ট্রলারটি ডুবে যায়।
নদী বন্দর/এসএইচ