1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আওয়ামী লীগে কোনো কোন্দল নেই - Nadibandar.com
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায় সরকার দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি: প্রেস সচিব চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবে সরকার: উপদেষ্টা নাহিদ এবার টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের বিরোধী নেতা বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ‘নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই’ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন
পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১১৬ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম (এমপি) বলেছেন, আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। আমাদের দল আওয়ামী লীগ, আদর্শ বঙ্গবন্ধু ও নেতৃত্বে শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই আওয়ামী লীগের একমাত্র নেতা। যার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলেই কর্মী।

দেশের উন্নয়নে শেখ হাসিনা যে অবদান রেখে চলছেন তার এ কার্যক্রমকে এগিয়ে নিতে আমরা সকল কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এটাই হোক আমাদের অঙ্গীকার।  

মন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ঈদোত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ একটি বড় সংগঠন। এখানে অনেকেরই চাওয়া পূর্ণতা নাও পেতে পারে। তাই বলে দলের মধ্যে গ্রুপিং বা ভেদাভেদ সৃষ্টি করার সুযোগ কারও নেই। দলের দুর্দিনে অনেক নেতারা দলত্যাগ করলেও কর্মীরা দলত্যাগ করেননি। আমরা গোটা পিরোজপুর-১ আসনে উন্নয়নের যে কর্মকাণ্ড শুরু করেছি তা অচিরেই দৃশ্যমান হবে। ইনশাআল্লাহ, আমরা পিরোজপুর-১ আসনকে একটি মডেল আসনে পরিণত করবো।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মো. আ. হামিদ।  

উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম সামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ সাকিব বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, স্বরূপকাঠী পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মো. সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শওকত আকবর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।  

সন্ধ্যায় মন্ত্রী সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংঙ্গলে চেয়ারম্যান কাপ হা-ডু-ডু খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।  

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com