পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ পাড়ের দেড় সহস্রাধিক পরিবার পানিতে ভাসছে। চান্দুপাড়া, চরচান্দুপাড়া, মুন্সিপাড়াসহ অন্তত ১০টি গ্রামের মানুষের বাড়িঘর, পুকুর সব পানিতে থৈ থৈ করছে। কোমর থেকে বুক সমান পানিতে সযলাব হয়ে গেছে মাইলের পর মাইল এলাকা।ইতোপূর্বে নির্মাণ করা রিং বেড়িবাঁধ ভেসে যাওয়ায় এমন দুরাবস্থায় পড়েছেন শত শত পরিবার। এসব পরিবারের চুলা পর্যন্ত ডুবে গেছে। রান্না পর্যন্ত বন্ধ রয়েছে।
ইতোমধ্যে অর্ধশতাধিক পরিবার অপর একটি বেড়িবাঁধের স্লোপে, বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। চান্দুপাড়া গ্রামের বাসীন্দা কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, বুধবার ভোর থেকে অস্বাভাবিক জোয়ারের পানি জনপদে প্রবেশ করতে থাকে। এখন দুপুরে সব পানিতে থৈ থৈ করছে। পুকুরের মাছ ভেসে গেছে। রান্নার চুলা ডুবে গেছে।
চরচান্দুপাড়া গ্রামের কৃষক খালেক সিকদার, কাশেম তালুকদার, দেলোয়ার চৌধুরী, আক্কাস হাওলাদার, মহসিন দালাল, আলাম গাজী, হান্নান হাওলাদার, বজলু হাওলাদার জানালেন বাড়িঘর কোমর সমান পানিতে ডুবে আছে। ইউপি মেম্বার জাফর আলী হাওলাদার জানান, রাতের জোয়ারে আরও বেশি পানি প্রবেশ করার শঙ্কায় রয়েছে মানুষ।
এসব পরিবারের মানুষ এখন দিশেহারা হয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন জানান, ওই এলাকার বেড়িবাঁধের কাজ পায়রা বন্দর কর্তৃপক্ষের করার কথা রয়েছে। দূর্ভোগে থাকা মানুষগুলো এখন চরম বিপাকে পড়েছেন। তারা দ্রুত এর প্রতিকার চেয়েছেন।
নদী বন্দর/এসএফ