নদীর মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে প্রাচীন স্বর্ণমুদ্রা! একটা হাতে পেলেই অনেক টাকা! এমন সুযোগ আসলে কেউ কি আর হাতছাড়া করতে চায়? অবশ্যই না! ঠিক সে কারণেই নদীর পাড়ে তোলপাড় তুলেছেন মধ্যপ্রদেশের একটি গ্রামের বাসিন্দারা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় রাজ্যটির রাজগড় জেলার শিবপুরা গ্রামে গত চারদিন ধরে চলছে এই কাণ্ড। স্থানীয় পুলিশ জানায়, পার্বতী নদীর শুকিয়ে যাওয়া তলদেশ খুঁড়লে দামী স্বর্ণমুদ্রা পাওয়া যাচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেখানে ভিড় করতে শুরু করে এলাকাবাসী।
কুরাওয়ার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামনরেশ রাথোড় বলেন, আমি ঘটনাস্থলে দুই ঘণ্টা থেকে বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। তারা এখন পর্যন্ত একটিও স্বর্ণমুদ্রা পাননি।
তিনি বলেন, এই গুজব কে ছড়িয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে গত চারদিন ধরে নদীর তলদেশ খুঁড়ছে এলাকাবাসী। এদিকে গুজবে কান না দিয়ে গ্রামবাসীকে নদীর মাটি খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নদী বন্দর / জিকে