ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নর্মদা নদীতে পড়ে গিয়েছে। এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। সোমবার (১৮ জুলাই) ধর জেলায় এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রাথমিকভাবে জানা গেছে, ৪০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি মহারাষ্ট্রের ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়লে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, খালঘাট সঞ্জয় সেতুতে ওঠার পরই দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে ৪০ জনের মতো ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এনডিটিভি জানায়, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার সময় ভারী বৃষ্টিপাতের মধ্যেই বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং। আহতদের সু-চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।
নদী বন্দর/এসএফ