অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবে হাইতির ১৭ জন নাগরিক মারা গেছেন।
সোমবার (২৫ জুলাই) আলজাজিরা ও এবিসিনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) গভীর রাতে বাহামা উপকূলে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয়। তবে জীবিত ২৫ জনকে উদ্ধার করা হয়। ওই নৌকায় ৬০ জনের বেশি মানুষ ছিলেন।
নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার কর্মকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে পুয়ের্তো রিকোর কাছে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু হয়েছিল, যাদের বেশির ভাগই ছিল হাইতির নাগরিক। সূত্র : এবিসিনিউজ, আলজাজিরা
নদী বন্দর/এসএস