পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথম ঢাকার গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা বন্দর ছেড়ে গেছে বিদেশি জাহাজ এমভি মার্কস নেসান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাহাজটি মোংলা বন্দর ছেড়ে যায়।
এর আগে ঢাকার ২৭টি গার্মেন্টস কারখানার ১৭ কন্টেইনার পণ্য পদ্মা সেতু হয়ে মোংলা বন্দরে আসে। সোমবার জেটিতে জাহাজ ভিড়লে সেসব পণ্য বোঝাই করা হয়। রপ্তানি হওয়া এ গার্মেন্টস পণ্যের মধ্যে আছে- বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন পণ্য।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার মোংলা বন্দরের জন্য একটি স্মরণীয় দিন। কারণ প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের পর এ প্রথম মোংলা বন্দর দিয়ে সরাসরি গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি শুরু হয়েছে।
পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে দেশের সবচেয়ে নিকটতম বন্দর হচ্ছে মোংলা। ফলে বিভিন্ন আমদানি-রপ্তানিকারকরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন। যার ফলে ঢাকার গার্মেন্টস পণ্য নিয়ে একটি জাহাজ আজ মোংলা বন্দর থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
আগামীতে এ বন্দর দিয়ে গার্মেন্টস, কন্টেইনার, গাড়ি ও জেনারেল কার্গো হ্যান্ডেলিংয়ের পরিমাণ আরও বাড়বে বলেও জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
নদী বন্দর/এসএস