তীব্র শীতে সামান্য উষ্ণতার প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে হিমালয়ের কোলঘেঁষা উত্তরে। গত কয়েক দিন তাপমাত্রা একটু একটু করে কমছে। দু-একদিনের মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ভেসে বেড়ানো যাযাবর জীবনে শীতের একেকটা রাত কতটা কঠিন, কিছুটা অনুভব করা যায় কেবল নদীর ধারে খোলা মাঠের ছোট ছোট অস্থায়ী ঘরগুলোতে। মাটির ওপর খড়ের বিছানা, পলিথিন ভেদ করে আসা কনকনে হাওয়া কাঁপন তোলে দেহে। এই মানুষজনের নেই ঠিকানা। নেই কোনো পরিসংখ্যানের তালিকায়। তাই রাষ্ট্রের ত্রাণেও নেই অধিকার। তারপরও যদি জুটে যায় একখানা কম্বল তখন স্বস্তির সীমা থাকে না।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, সরকার থেকে দেয়া ত্রাণের কম্বলগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
গত কয়েক দিন ধরে তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকবে। তাপমাত্রা নেমে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, উত্তরবঙ্গে স্থান বিশেষে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি নেমে আসতে পারে।
মঙ্গলবার রংপুর বিভাগে গড় তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দু-একদিনে তা ১০-এর নিচে নেমে যেতে পারে।
নদী বন্দর / এমকে