বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে মাঝারী থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। এ কারণে পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।
রোববার (১৪ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাতাসের চাপ আরও বাড়তে পারে। আবহাওয়ার এই অবস্থা আগামী তিন দিন পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, নদ-নদী পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় দু’দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। গত এক সপ্তাহ ধরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে জেলার কলাপাড়া, রাঙ্গাবালী ও বাউফল উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে মাছের ঘের। অনেকের চুলোয় জলেনি উনুন। মানবেতর জীবন যাপন করছেন এলাকার কয়েক হাজার পরিবার। ইতিমধ্যে অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলারসমূকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে বেশির ভাগ মাছধরা ট্রলার গভীর সাগরে রয়েছে বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।
নদী বন্দর/এআরকে