লঘুচাপ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। এতে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, সুন্দরবনে পানি বাড়ছে। এর আগে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বন প্লাবিত হলেও রোববার চার ফুট পানিতে তলিয়েছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বন।
তিনি আরও জানান, বনের অভ্যন্তরে স্বাভাবিক জোয়ারের তুলনায় অনেক বেশি পানি বৃদ্ধি পেয়েছে। বন্যপ্রাণীরা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানি বাড়ায় আবাসস্থল তলিয়ে হরিণ ও বন্য শুকরের বাচ্চার ক্ষতির আশংকা রয়েছে।
নদী বন্দর/এসএন