1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মিরকাদিম মাছের আড়তে ইলিশসহ হরেক রকম মাছের সমারোহ - Nadibandar.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের আড়তে পদ্মার ইলিশসহ পাওয়া যায় হরেক রকমের মাছ। এ হাটে তাজা ও ফরমালিনমুক্ত মাছ পাওয়ায় ক্রেতাদের ভিড় থাকে বেশি। সরবরাহ বাড়ায় বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিপ্রতি কমেছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

প্রতিদিনই হাঁকডাকে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশসহ পাঙ্গাস, রুই-কাতল, চিতল, বোয়াল, শিং-কৈসহ হরেক রকমের মাছ। নদী, পকুর, দিঘি, খাল-বিলের তাজা মাছ ছাড়াও সামুদ্রিক মাছে ভরপুর মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়ত। প্রায় ১৪ কেজি ওজনের রিঠা মাছের দাম হাকা হয়েছে ৭ হাজার টাকা। তবে নদী, পুকুরসহ বিভিন্ন উৎস থেকে মাছের সরবরাহ বাড়ায় কমেছে দেশি মাছের দাম।

অন্য মাছের সঙ্গে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা ইলিশও। তবে এ নিয়ে মৎস্য বিভাগের নেই কোনো তৎপরতা।

শতাব্দীর প্রচীন এ মাছের হাটটি পুরোপুরি খোলা আকাশের নিচে থাকায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের বলে জানান মিরকাদিম মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম।

এ মাছের হাটে প্রতিদিন অন্তত দেড় হাজার মানুষের রুটিরুজি হয়।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com