অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করা এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বদলে যাওয়ার লক্ষ্যে নতুন করে শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে লক্ষ্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে নতুন বস হিসেবে দায়িত্ব দেওয়া হয় ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।
যদিও রাসেল ডমিঙ্গোর বদলে সরাসরি কোচ হিসেবে পরিচয় না করিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে গণমাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে শ্রীরামকে। বাংলাদেশের টি-টোয়েন্টির এই নতুন বস আজ (২১ আগস্ট) ঢাকা এসেছেন। আর বিমানবন্দরে নেমেই সরাসরি মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন ম্যাচ দেখতে চলে আসেন তিনি।
আসন্ন এশিয়া কাপ থেকে শুরু হবে বাংলাদেশের হয়ে শ্রীরামের কোচিংয়ের যাত্রা। ভারতীয় এই কোচ ক্রিকেটার হিসেবে খুব একটা সুবিধা করতে না পারলেও কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন।
বিশেষ করে অস্ট্রেলিয়া ‘এ’ এবং জাতীয় দলের হয়ে কাজ করে অজিদের সাফল্য এনে দিয়েছেন তিনি। তিনি সহকারী কোচ থাকা অবস্থায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
অজিদের ছাড়াও আইপিএলেও কোচিং করিয়েছেন শ্রীরাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের কোচিং করিয়েছেন তিনি। এখন টাইগারদের কোচিং করাতে মুখিয়ে আছেন এই ভারতীয়।
বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে শ্রীরাম বলেন, ‘আমি ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং এলিট পর্যায়ে ৯ বছরের কোচিংয়ে অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আমি সত্যিই মুখিয়ে আছি।
আমি বিশ্বাস করি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে। বড় দুটি ইভেন্টে এমন প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে জড়িত থাকার কথা ভেবে আমি খুবই রোমাঞ্চিত।’
নদী বন্দর/এসএইচ