বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের কাঠেরপুল এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মালবাহী ট্রলির চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (২২ আগস্ট) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী এলাকার বায়জিদ হোসেন, জহিরুল ইসলাম ও রকিবুল ইসলাম।
আলাউদ্দিন মিলন বলেন, ‘কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাস ও বরিশালগামী একটা মালবাহী ট্রলি মহাসড়কের কাঠেরপুল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলি চালক নিহত হন এবং ট্রলির অন্য দুজন যাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।’
নদী বন্দর/এএস