পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে আসা সাতটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারি কাউকে আটক করতে পারেনি বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তবর্তী ওই এলাকায় বিজিবি সদস্যদের টহল চলছিল। চোরাকারবারিরা ভারত থেকে সাতটি গরু নিয়ে পেদিয়াগছ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল বুঝতে পেরে তারা গরু ফেলে পালিয়ে যান। পরে টহলরত বিজিবি সদস্যরা এসব গরু উদ্ধার করেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজুল হক জানান, নিয়মানুযায়ী উদ্ধার করা এসব গরু স্থানীয় শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নদী বন্দর/এসএন