দেশে সারের সংকট নিরসনে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এর মধ্যে এক লাখ টন এমওপি এবং বাকি ৬০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। আজ বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আব্দুল বারিক জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফালকো জেনারেল ট্রেডিং এলএলসি নামের প্রতিষ্ঠান হতে এক লাখ টন এমওপি (মিউরেট অব পটাশ) সার কিনবে। সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে এ সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৯৩১ কোটি ৪৯ লাখ টাকা।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সাবিক অ্যাগ্রি-নিউট্রেন্টস কম্পানি, সৌদি আরব থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকা।
বৈঠকে একই কম্পানির মাধ্যমে একই পরিমাণ টাকা দিয়ে আরো ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অপর একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
নদী বন্দর/এসএইচ