সিরাজগঞ্জ পয়েন্টে গত দুই দিন ধরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়েছে বলে পাউবো অফিস জানিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, গত ৩১ আগস্ট থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। আগামী ১৫ দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এতে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। এর আগে গত জুন, জুলাই ও আগস্ট মাসে যমুনা নদীতে তিন দফা পানি বৃদ্ধি হয়েছিল।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পানি স্বাভাবিকের তুলনায় অনেক বেড়েছে। ভুলে-ফেঁপে উঠেছে। এভাবে বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার সম্ভাবনাও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নদী বন্দর/এবি