বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘিতে অবমুক্ত করা হয়েছে বিক্রয় নিষিদ্ধ ৫২টি সুন্ধি কচ্ছপ। বুধবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসক আনম ফয়জুল হক কচ্ছপগুলি অবমুক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল, ষাটগুম্বজ মসজিদ ও যাদুঘরের কাস্টোডিয়ান মো.জায়েদ প্রমূখ।
এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা বাজারের একটি মাছের ডিপো থেকে এসব সুন্ধি কচ্ছপ উদ্ধার করে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
এ সময় সুন্ধি কচ্ছপ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত নিরাপদ সরকার নামের একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এই প্রজাতির কচ্ছপ শিকার, সংরক্ষণ ও বিক্রি করা বণ্যপ্রাণী আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।
নদী বন্দর / এমকে