উত্তর কোরিয়া থেকে রকেট ও কামানের গোলাবারুদ কিনছে রাশিয়া। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ক্রয়ের প্রক্রিয়া চলমান বলে উত্তর কোরিয়ার সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বিশেষজ্ঞের বরাত দিয়ে সিএনএন বলছে, এসব রকেট ও গোলাবারুদ ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে অস্ত্র সংকটে পড়েছে রুশ সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার কাছ থেকে এ অস্ত্র কেনায় এমনটি বলা হচ্ছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে।
তবে উত্তর কোরিয়া থেকে রাশিয়া কী পরিমাণ রকেট ও গোলাবারুদ কিনছে তার নির্দিষ্ট তথ্য দিতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম দুটি। বলা হয়েছে, কয়েক মিলিয়ন রকেট ও গোলা ক্রয়চুক্তি হয়েছে।
অন্যদিকে গত সপ্তাহে ইরানের নতুন ড্রোনেরও একটি চালানের অর্ডার দিয়েছে রাশিয়া। মার্কিন সূত্রের বরাত বিবিসি এ তথ্য জানায়।
ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন আগ্রাসন চালায় রাশিয়া। উত্তর কোরিয়ার সরকার শুরু থেকেই এক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে দোষী করে আসছে। সম্প্রতি তারা রাশিয়ার মদদপুষ্ট ইউক্রেনের দুটি অঞ্চলের প্রশাসনকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
নদী বন্দর/এসএইচ