বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন সংরক্ষণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সরকারি সফরে দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়ে একমত পোষণ করেছে ঢাকা-নয়াদিল্লি। সফর সংক্রান্ত দু’দেশের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারত সহযোগিতার ভবিষ্যৎ কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। আগামীতে সুন্দরবন সংরক্ষণে যৌথ উদ্যোগ নিতে সম্মত হয়েছে দু’পক্ষ।
যৌথ বিবৃতিতে জানানো হয়, নদীদূষণ মোকাবিলা, নদীর পরিবেশ ও নাব্যতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে উভয়পক্ষই সম্মত হয়েছে। আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতার ওপর দু’দেশই গুরুত্বারোপ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।
নদী বন্দর/এসএইচ