প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের ক্ষতি হচ্ছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যামে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গারা দেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে।
তিনি বলেন, বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌম রক্ষায় সর্বদা প্রস্তুত। বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে বলেও তিনি জানান।
এসময় তিনি গত ৫০ বছরে বিভিন্ন খাতে দেশের অর্জন তুলে ধরে বলেন, দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তাসহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম।
নদী বন্দর/এসএইচ