1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মানুষের বিপদে বিএনপি নেতাকর্মীদের পাওয়া যায় না - Nadibandar.com
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১০৭ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ‘মানুষের বিপদের সময় বিএনপি নেতাকর্মীদের পাওয়া যায় না।   তবে ভোট আসলে তারা আসবে। এসে পরীক্ষায় খাতায় কি কি ভুল হয়েছে তা বলবে। ওদের পরীক্ষার খাতাতো সাদা।

তারা তো পরীক্ষাই দেয় নি। আমরা ১৪ বছর ধরে লিখছি। আরো এক বছর লিখবো। লিখলে তো টুকটাক ভুল হবেই। ‘

রবিবার (০২অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে নৌকাডুবিতে নিহতের পরিবারদের আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

এ সময় মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের বাড়ি পাশের জেলার ঠাকুরগাঁও হলেও তিনি এখনো আসেন নি। আমরা যাওয়ার পর উনি আসবেন আমরা জানি। উনি না এসে ঢাকায় বসে নানা ধরণের কথা বার্তা বলছেন। তারা দুর্গত মানুষের পাশে দাঁড়ায় না। তারা মানুষের মৃত্যু দুর্যোগ নিয়ে উপহাস করে। আওয়ামী লীগ শুধু কথা বলে না মানুষের পাশে থাকে। মানুষের পাশে দাঁড়ায়। ভোটের সময় তারা শীতের পাখির মতো আসলে তাদের ফিরিয়ে দিবেন। শীতের পাখিদের ভিরতে দিবেন না। ‘

মন্ত্রী আরো বলেন, ‘নৌকাডুবির ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আওয়ামী লীগ সব সময় আপনাদের পাশে আছে, থাকবে। ‘ 

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ‘বাংলাদশে আওয়ামী লীগ কখনো মানুষকে মিথ্যে আশ্বাস দেয় না। আওয়ামী লীগ কখনো মানুষের সাথে ধোকাবাজি করে না। মানুষের প্রয়োজন মতো সব ধরণের কাজ করে শেখ হাসিনার সরকার। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছি। এই সেতুটি একনেকে অনুমোদন হয়েছে ডিজাইনও প্রায় শেষ। ওয়াই আকৃতির এই সেতুটি হবে বাংলাদেশের দ্বিতীয়তম সেতু। দৈর্ঘে প্রথম। আগামী শুক্রবার এই প্রকল্পের পরিচালকসহ বুয়েটের ১০সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসবেন। পরে স্টিমেট তৈরি হবে। আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কাজ শুরু হবে। ‘ 

পরে মন্ত্রী নৌকাডুবিতে নিহত ও নিখোঁজ ৭২জনের পরিবারের স্বজনদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অর্থসহায়তা তুলে দেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দিসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com