নৌকার আদলে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ করবে কারা, অবশেষে সেটি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এর পরিচালনা পর্ষদের এক সভায় ঠিক হয়, কাজটি দেওয়া হবে পপুলাস নামের একটি অস্ট্রেলিয়ান কম্পানিকে। বিশ্বের বেশ কয়েকটি বড় ক্রীড়া স্থাপনা নির্মাণের অভিজ্ঞতায় ঋদ্ধ এই প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য আড়াই বছর সময় দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবির ঊর্ধ্বতনরা।
পরিচালনা পর্ষদের সভার পর ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানান, ‘সভার আলোচ্য মূলত একটিই ছিল।
আর সেটি হলো স্টেডিয়াম নির্মাণের কাজ কাদের দেওয়া হবে। এটি দেওয়া হয়েছে পপুলাসকে। ওদের সঙ্গে একটি চুক্তি হবে আমাদের। কাগজপত্র সব তৈরিই আছে। চুক্তিটাও যেকোনো দিন হয়ে যাবে। ’
আগামী ছয় মাসের মধ্যেই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করা যাবে বলে আশাবাদী বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন এর জন্য বেঁধে দেওয়া সময়সীমাও, ‘চুক্তি যেদিন হবে, সেদিন থেকে ৩০ মাসের একটি সময় দেওয়া থাকবে। চেষ্টা থাকবে এর মধ্যেই কাজ শেষ করার। ’
নদী বন্দর/এসএইচ