বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার (৩ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে।
বৃষ্টিপাতের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্রমজীবীরা বিপাকে পড়েছে। বৃষ্টির কারণে দুর্গাপূজায় মণ্ডপগুলোতে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে।
ভোলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আবু জাফর জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে সোমবার দুপুর পর্যন্ত ৩৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নদী বন্দর/এসএইচ